ছিয়াত্তরের মন্বন্তর : ১৭৭০ সালে (১১৭৬ বঙ্গাব্দ) গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। কোম্পানির মুর্শিদাবাদ প্রতিনিধি রিচার্ড বেচারের ভাষায় দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করিতেছে তাহা গুজব নয়,অতি সত্য। এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার | এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।
0 মন্তব্যসমূহ