এইচটিএমএল (HTML):
আমি মিরান শরিফ এর আগে এইচটিএমএল এর সাধারন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম । আজ এইচটিএমএল এর সাধারন গঠন বা ডকুমেন্ট নিয়ে আলোচনা করব ।
আমরা এর মধে জেনে গেছি যে এইচটিএমএল একটি মার্ক আপ ভাষা এটা দিয়ে সাধারনত ওয়েব সাইট এর কাঠাম ডিজাইন করা হয় করা ।
চলুন আজ এইচটিএমএল এর কয়েকটা ট্যাগ এর সাথে পরিচিত হয় ।
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Title</title>
</head>
<body>
<h1>HEADING</h1>
<p>this is my first PARAGRAPH</p>
</body>
</html>
উপরের কোড গুলো যদি কোন এডিটরে লিখে সেভ দিয়ে ওপেন করা হয় তাহলে নিচের মত একটা ওয়েব সাইট ব্রাউজারে দেখা যাবে ।
এখানে
HEADING
this is my first PARAGRAPH
<!DOCTYPE html>
এই ট্যাগ টা দ্বারা এইচটিএমএল ফাইল তৈরি করা হইয়েছে ।
- <html>___</html> এই ট্যাগ দ্বয় দ্বারা এইচটিএমএল ফাইল কে ওপেন ও ক্লোজ করা হয়েছে । এবং সমস্ত প্রকার ডকুমেন্ট,কাঠাম,ফাইল এই ট্যাগ দ্বয় এর মধ্যে লেখা হয়েছে
- <head>____</head> এই ট্যাগ দ্বয় দ্বারা হেড ট্যাগ ওপেন ও ক্লোজ করা হয়েছে। এর মধ্যে আর একটা ট্যাগ ব্যবহার করা হয়েছে যাকে বলা হয় টাইটেল ট্যাগ।<title>Title</title> এই ট্যাগ দ্বয় এর মধ্যে ওয়েব সাইট এর নাম লেখা হয়।ব্রাউজারে ওয়েব সাইট এর নাম এই ট্যাগ এর মাধ্যমে দেখা যাই ।
- <body>___</body> এই ট্যাগ দ্বয় এর নাম বডি ট্যাগ । একটি ওয়েব সাইট এর সমস্ত কিছু এই ট্যাগ এর মধ্যে লিখতে হয় । ওয়েব সাইট টা দেখতে কেমন হবে এর কোথাই কি থাকবে সব কিছু এই বডি ট্যাগ এর মধ্যে লিখতে হয় ।বডি ট্যাগ দ্বারা ওয়েব সাইট এর পুরা একটা কাঠামো দাড় করানো হয় । বডি ট্যাগ এর মধ্যে অন্যান্য সব প্রয়োজনীয় ট্যাগ গুলো লিখতা হয় ।
- বডি ট্যাগ এর মধ্যে দুইটি ট্যাগ ব্যবহার করা হয়েছে । 1.<h1>____</h1> 2.<p>____</p> প্রথম ট্যাগ দ্বারা ওয়েব সাইট এর হেডিং নিরধারন করা হয় ।এবং দ্বিতীয় ট্যাগ দ্বারা ওয়েব সাইট এর মধ্যে বিভিন্ন রকমের প্যারাগ্রাফ লেখা হয় ।
এখানে একটা বিষয় প্রতি ক্ষেত্রেই দেখা যাই যে কোন ট্যাগ ওপেন করার পর সেটা ক্লোজ করতে হলে তার আগে একটা স্লাস চিহ্ন বসালেই হয়েযাচ্ছে ।
যেমন ঃ
<html>___</html>
<body>___</body>
<title>____</title>
0 মন্তব্যসমূহ