ধারকঃ কাছাকাছি স্থপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরুপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলা হয়।
ধারকত্বঃ কোনো ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা হলে পাত দ্বয় এর মধ্যে একক বিভব পার্থক্য বজায় থাকে তাকে ঐ ধারকের ধারকত্ব বলে।ধারকত্ব, C=Q/V
ধারকত্বের এককঃ কোনো ধারকের দুই পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট বজায় রাখতে যদি প্রত্যেক পাতে 1 কুলম্ব আধানের প্রয়োজন হয় তাহলে সেই ধারকের ধারকত্বকে 1F বলে।1F=1C/1V এক ফ্যারাড অনেক বড় একক বিধায় ছোট একক হিসেবে মাইক্রোফ্যারাড ব্যবহার করা হয়।ফ্যারাড ও মাইক্রোফ্যারাড এর মধ্যে সম্পর্ক, 1uF = 10^–6F
ধারক ও ধারকত্ব সম্পর্কে বিস্তারিত পরবর্তী পোস্টে আলোচনা করা হবে।
0 মন্তব্যসমূহ