ডিজিটাল কনটেন্ট-এর প্রকারভেদ ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনাে তথ্য, ছবি, শব্দ কিংবা সবই ডিজিটাল কনটেন্ট। কাজেই নানাভাবে ডিজিটাল কনটেন্টকে শ্রেণিকরণ করা যায়।
তবে, ডিজিটাল কনটেন্টকে প্রধান চারটি ভাগে ভাগ করা যায়।
যথা:
• টেট বা লিখিত কনটেন্ট
• ছবি
• শব্দ বা অডিও এবং |
- ভিডিও ও এনিমেশন।
0 মন্তব্যসমূহ