সর্বপ্রথম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম টি কেমন হবে তা আলোচনা করি :
ধাপ ১ : প্রোগ্রাম শুরু করি ।
ধাপ ২ : Pi ধ্রূবকের মান ধরি 3.1416 ।
ধাপ ৩ : ইনপুট হিসেবে আর এর মান গ্রহন করি ।
ধাপ ৪ : Area = pi * r * r ।
ধাপ 5 : ফলাফল হিসেবে Area চলকের মান প্রর্দশন করি ।
ধাপ ৬ : প্রোগ্রাম শেষ করি ।
এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করি ।
এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য c প্রোগ্রাম লিখি ।
#include<stdio.h>
#include<conio.h>
#define pi 3.1416
int main()
{
float Area, r;
clrscr();
printf("
Radius of A circle: ");
scanf("%f",&r);
Area=pi*r*r ;
printf("The
Area of the circle is %f",Area);
getch();
return 0;
}
এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য
python প্রোগ্রাম লিখি ।
r=float ( input ( " Input the radius of a circle : "))
pi= 3.1416
Area = pi* r * r
print (Area )
পোস্ট টি লিখেছেন ঃ
মো : রফিকুল ইসলাম মিরান
0 মন্তব্যসমূহ