Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

Aldol condensation reaction ( অ্যালডল ঘনীভবন বিক্রিয়া ) কী ?

অ্যালডল ঘনীভবন বিক্রিয়া (Aldol condensation reaction) ঃ . লঘু ক্ষারের প্রভাবে ৫-হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড বা কিটোন ডাইমার গঠন বিক্রিয়া দ্বারা বিটা (B)-হাইড্রক্সি অ্যালডিহাইড বা p-হাইড্রক্সি কিটোন গঠন করে। এ বিক্রিয়াকে অ্যালডল ঘনীভবন বলে। এ বিক্রিয়ায় উৎপন্ন যৌগে প্রথমত কার্বন-কার্বন নতুন বন্ধন সৃষ্টি এবং দ্বিতীয়ত উৎপন্ন যৌগে অ্যালডিহাইড (-CHO) মূলক ও অ্যালকোহল (OH) মূলক উভয়ই বর্তমান থাকে। যেমন,
লঘু NaOH দ্রবণের প্রভাবে দুই অণু অ্যাসিট্যালডিহাইড বা ইথান্যাল পরস্পরের মধ্যে ডাইমার গঠন বিক্রিয়া। কালে নতুন কার্বন-কার্বন বন্ধন সৃষ্টির মাধ্যমে যুক্ত হয়ে অ্যালডল বা 3-হাইড্রক্সি বিউটান্যাল উৎপন্ন করে।
 


‘অ্যাডল’ শব্দটি অ্যালডিহাইডের ‘অ্যাড়’Ald) এবং অ্যালকোহলের ‘অল’ (ol) শব্দের সমন্বয়ে | (অ্যাড় + অল) গঠিত। 'অ্যালডল’ নামকরণ B-হাইড্রক্সি অ্যালডিহাইড বা B-হাইড্রক্সি কিটোন-এর জন্য করা হয়।
অ্যালডলকে লঘু HCl এর উপস্থিতিতে উত্তপ্ত করলে এক অণু পানি অপসারণের ফলে gp অসম্পৃক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। যেমন, 3-হাইড্রক্সি বিউটান্যাল নামক অ্যালডলকে লঘু HCl সহ উত্তপ্ত করলে তা থেকে এক অণু পানি অপসারিত হয়ে ক্রোটোন্যালডিহাইড নামক অসম্পৃক্ত অ্যালডিহাইড উৎপন্ন হয়।




বিঃ দ্রঃ যে সব অ্যালডিহাইড বা কিটোনে ৫-হাইড্রোজেন নেই, সে সব অ্যালডিহাইড ও কিটোন অ্যালডল বিক্রিয়া দেয় না। যেমন, ফরম্যালডিহাইড (H-CHO). ট্রাইমিথাইল অ্যাসিট্যালডিহাইড। [(CH3)sc-CHO] বেনজালডিহাইড বা অ্যারােমেটিক অ্যালডিহাইডসমূহ এককভাবে কোন অ্যালডল বিক্রিয়া দেয় না। বেনজালডিহাইডের সঙ্গে অ্যাসিট্যালডিহাইড মিলে কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ