প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানেরই হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য হলাে প্রকৃত লাভ-লােকসান নির্ণয় করা। প্রকৃত লাভলােকসান নির্ণয় তখনই সম্ভব হবে, যদি পণ্যের সঠিক ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ করা যায়। সাধারণত ক্রয়কৃত পণ্যের দামের সাথে যে সমস্ত খরচসমূহ সরাসরি জড়িত, সে সমস্ত খরচ যােগ করে ক্রয়মূল্য নিরূপণ করা হয়। পাশাপাশি ক্রয়মূল্যের সাথে পণ্যকে বিক্রয় উপযােগী করা পর্যন্ত যে সমস্ত খরচ সংঘটিত হয়, সেগুলােকে যােগ করে তার সাথে প্রত্যাশিত মুনাফার পরিমাণ যােগ করে পণ্যের বিক্রয়মূল্য নির্ণয় করা হয়ে থাকে।
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ সম্পর্কে আরও বিস্তারিত নিচের পোস্টগুলোতে আলোচনা করা হলো।
0 মন্তব্যসমূহ