কোনো পরিবাহীর ধারকত্ব দুটি বিষয়ের উপর নির্ভর করে।
যথাঃ
১. পরিবাহীর ক্ষেত্রফল।২. পরিবাহীর চারপাশের মাধ্যম।
১. পরিবাহীর ক্ষেত্রফলঃ ক্ষেত্রেফল যত বেশি হবে পরিবাহীর ধারকত্ব তত বেশি হবে।আমরা জানি, গোলাকার পরিবাহীর ধারকত্ব C=4πEr. এখানে r বৃদ্ধি পেলে ধারকত্ব বৃদ্ধি পায়। তাই ধারকত্ব পরিবাহীর ক্ষেত্রফলের উপর নির্ভর করে।
২. পরিবাহীর চারপাশের মাধ্যমঃ পরিবাহীর চারপাশের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রূবকের উপর ধারকত্ব নির্ভর করে। অপেক্ষাকৃত উচ্চ পরাবৈদ্যুতিক ধ্রূবকসম্পন্ন মাধ্যমে পরিবাহীর ধারকত্ব বেশি হয়। কম পরাবৈদ্যুতিক ধ্রূূবকসম্পন্ন মাধ্যমে পরিবাহীর ধারকত্ব কম হয়।
ধারক ও ধারকত্ব সম্পর্কে বিস্তারিত পরবর্তী পোস্টে আলোচনা করা হবে।
0 মন্তব্যসমূহ