তাপমাত্রা পরিমাপের জন্যে বিভিন্ন থার্মোমিটারে বিভিন্ন স্কেল ব্যবহার করা হয়েছে।বিভিন্ন স্কেলে প্রতি ডিগ্রী উষ্ণতার মান সমান নয়।আবার তাপমাত্রার স্কেল নির্ধারণে আবিষ্কারকগণ নিজেদের ইচ্ছামত কাজ করেছেন।ফলে একটি স্কেলের সাথে আরেকটি স্কেলের মিল থাকে না।তাই ১৯২৭ সালে তাপমাত্রার একটি ব্যবহারিক স্কেল অনুমোদন করা হয় যাকে তাপমাত্রা পরিমাপনের আন্তর্জাতিক স্কেল বলা হয়।
0 মন্তব্যসমূহ