Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

উপসর্গ কাকে বলে,কত প্রকার ও কি কি?

                                 উপসর্গ

বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয় না।এগুলো অন্য শব্দের পূর্বে বসে।যার ফলে শব্দের কয়েক ধরনের পরিবর্তন হতে দেখা যায়। 

যেমন-
১.নতুন অর্থবোধক শব্দ তৈরী হয়।
২.শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়।
৩.শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে।
৪.শব্দের অর্থের সংকোচন ঘটে।এবং
৫.শব্দের অর্থের পরিবর্তন ঘটে।


ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। যেমন -'ভাব' একটি শব্দ। এর আগে 'অ' অব্যয়টি যুক্ত হলে নতুন শব্দ 'অভাব' গঠিত হয়।উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।

উপসর্গের প্রকারভেদ

বাংলা ভাষায় ৩ প্রকার উপসর্গ আছে।

যথা-

১.বাংলা/খাঁটি বাংলা উপসর্গ
২.তৎসম বা সংস্কৃত উপসর্গ
৩.বিদেশি উপসর্গ


উপসর্গ সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী পোস্টগুলোতে আলোচনা করা হবে।






by - রেজওয়ানা আক্তার রিক্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ