উপসর্গ
বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয় না।এগুলো অন্য শব্দের পূর্বে বসে।যার ফলে শব্দের কয়েক ধরনের পরিবর্তন হতে দেখা যায়।যেমন-
১.নতুন অর্থবোধক শব্দ তৈরী হয়।
২.শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়।
৩.শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে।
৪.শব্দের অর্থের সংকোচন ঘটে।এবং
৫.শব্দের অর্থের পরিবর্তন ঘটে।
১.নতুন অর্থবোধক শব্দ তৈরী হয়।
২.শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়।
৩.শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে।
৪.শব্দের অর্থের সংকোচন ঘটে।এবং
৫.শব্দের অর্থের পরিবর্তন ঘটে।
ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। যেমন -'ভাব' একটি শব্দ। এর আগে 'অ' অব্যয়টি যুক্ত হলে নতুন শব্দ 'অভাব' গঠিত হয়।উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।
উপসর্গের প্রকারভেদ
বাংলা ভাষায় ৩ প্রকার উপসর্গ আছে।
যথা-
১.বাংলা/খাঁটি বাংলা উপসর্গ২.তৎসম বা সংস্কৃত উপসর্গ
৩.বিদেশি উপসর্গ
উপসর্গ সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী পোস্টগুলোতে আলোচনা করা হবে।
by - রেজওয়ানা আক্তার রিক্তা
0 মন্তব্যসমূহ