যেসব কারণে ট্রান্সফরমারের শক্তি অবক্ষয় হয়ে থাকে সেগুলো হল -
১.মূখ্য ও গৌণ কুন্ডলীতে তড়িৎ প্রবাহের ফলে কিছু তাপের উদ্ভব ঘটে। ফলে
তাপশক্তির ক্ষয় হয়।
২.ট্রান্সফরমারের মজ্জায় কিছু গুর্ণিপ্রবাহের উৎপত্তি ঘটে যা তাপ উৎপাদন করে
এবং কিছু পরিমাণ শক্তির ক্ষয় সাধন করে।
৩.লৌহ মজ্জার মধ্য দিয়ে পরিবর্তী প্রবাহের গমনের ফলে হিস্টেরেসিসের কারণে কিছু
শক্তির ক্ষয় হয়।
৪.মূখ্য কুন্ডলীতে মোট যে পরিমাণ তড়িৎ ফ্লাক্সের উৎপত্তি ঘটে তার সম্পূর্ণ অংশ
গৌণ কুন্ডলীর সাথে সংযুক্ত না হলে মূখ্য কুন্ডলীতে প্রযুক্ত তড়িৎ শক্তির ক্ষয়
হয়।
0 মন্তব্যসমূহ