Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

ট্রান্সফরমারের শক্তির অবক্ষয় ব্যাখ্যা কর ।

 

যেসব কারণে ট্রান্সফরমারের শক্তি অবক্ষয় হয়ে থাকে সেগুলো হল -


১.মূখ্য ও গৌণ কুন্ডলীতে তড়িৎ প্রবাহের ফলে কিছু তাপের উদ্ভব ঘটে। ফলে 
তাপশক্তির ক্ষয় হয়।

২.ট্রান্সফরমারের মজ্জায় কিছু গুর্ণিপ্রবাহের উৎপত্তি ঘটে যা তাপ উৎপাদন করে 
এবং কিছু পরিমাণ শক্তির ক্ষয় সাধন করে।

৩.লৌহ মজ্জার মধ্য দিয়ে পরিবর্তী প্রবাহের গমনের ফলে হিস্টেরেসিসের কারণে কিছু 
শক্তির ক্ষয় হয়।

৪.মূখ্য কুন্ডলীতে মোট যে পরিমাণ তড়িৎ ফ্লাক্সের উৎপত্তি ঘটে তার সম্পূর্ণ অংশ 
গৌণ কুন্ডলীর সাথে সংযুক্ত না হলে মূখ্য কুন্ডলীতে প্রযুক্ত তড়িৎ শক্তির ক্ষয় 
হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ