ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যকে বিক্রয় উপযােগী করে তােলার জন্য অর্থাৎ ভােক্তার নিকট পৌছানাে পর্যন্ত ক্রয়মূল্যের সাথে অন্যান্য পরােক্ষ খরচ যেমন- দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ খরচ, বিজ্ঞাপন খরচ, ইত্যাদি যােগ করে মােট ব্যয় নির্ধারণ করা হয়। এই মােট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যােগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝানাে হলাে। যেমন: পূর্বের ক্রয়কৃত পণ্যের মােট ক্রয়মূল্য ছিল- ৬,১৮,৭০০ টাকা, এর সাথে পণ্য বিক্রয় বাবদ কর্মচারীদের বেতন ৬,০০০ টাকা, বিদ্যুৎ বিল | ১,৫০০ টাকা, বিজ্ঞাপন খরচ ২,০০০ টাকা ও যাতায়াত খরচ ১,০০০ টাকা ব্যয় হয়। মােট ব্যয়ের ১০% মুনাফা
বিক্রয়মূল্য নিরূপণ ম্পর্কে আরও বিস্তারিত নিচের পোস্টগুলোতে আলোচনা করা হলো।
0 মন্তব্যসমূহ