তড়িৎ প্রাবল্যঃ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জের ওপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়, তাকে ঐ তড়িৎ ক্ষেত্রের জন্য উক্ত বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে।
তড়িৎ বিভবঃ অসীম দূর হতে একক ধনাত্মক চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে উক্ত ক্ষেত্রের তরুন ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।
তড়িৎ বিভব, V=w/q
0 মন্তব্যসমূহ