ধনতান্ত্রিক অর্থব্যবস্থা( Capitalistic Economy):
এই ব্যবস্থায় উৎপাদনের উপাদান গুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারিউদ্যোগে, সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয়
অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা
পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে।
অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক
অর্থনীতির সূত্রপাত ঘটে।

0 মন্তব্যসমূহ