Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

প্লাস্টিক

 প্লাস্টিক
আমাদের জীবনকে সহজ, নিরাপদ, পরিছন্ন, আরামদায়ক করতে আমরা প্লাস্টিক সামগ্রী ব্যবহার করে থাকি। প্লাস্টিক শব্দটি গ্রিক ভাষা থেকে নেয়া হয়েছে যার অর্থ হলাে সহজে ছাঁচযােগ্য। নরম অবস্থায় প্লাস্টিকে ছাঁচে ফেলে ইচ্ছামতাে আকার আকৃতি বিশিষ্ট পদার্থ তৈরি করা যায়। আমাদের নিত্য ব্যবহৃত জগ, মগ, বালতি, মেলামাইনের থালা-বাসন, বাচ্চাদের খেলনা, পিভিসি পাইপ, গাড়ির সিটবেল্ট, টেলিভিশন, এমনকি আসবাবপত্র সবকিছুই কিন্তু প্লাস্টিক। এই প্লাস্টিক সামগ্রীগুলাে আসলে পলিমার পদার্থ।
ভৌত ধর্ম
প্লাস্টিক সাধারণত পানিতে অদ্রবণীয়,তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। তাই তাপ ও বিদ্যুৎ নিরােধক হিসেবে এদের ব্যাপক ব্যবহার রয়েছে। প্লাস্টিকের সবচেয়ে বড় ধর্ম হলাে প্লাস্টিকে তাপ দিলে নরম হয়ে যায় এবং গলিত অবস্থায় এদেরকে যে কোনাে আকার-আকৃতি দেওয়া যায়। তবে সবগুলাে প্লাস্টিকে তাপ দিয়ে নরম করে প্রয়ােজন অনুযায়ী বিভিন্ন আকার-আকৃতির প্লাস্টিকসামগ্রী তৈরি করা যায় না। যে সকল প্লাস্টিককে তাপ দিলে নরম হয়ে যায় এবং ঠান্ডা করলে শক্ত হয়ে যায় এবং এভাবে যতবারই তাপ দেওয়া যায়, এরা নরম হয় ও ঠান্ডা করলে শক্ত হয়। এ জাতীয় প্লাস্টিককে থার্মোপ্লাস্টিকস (Thermoplastics) বলে। যেমন-পলিথিন, পিভিসি পাইপ, পলিস্টার কাপড়, বাচ্চাদের খেলনা ইত্যাদি। পক্ষান্তরে, যে সকল প্লাস্টিককে তাপ দিলে নরম হয় না বরং পুড়ে শক্ত হয়ে যায়। এই সকল প্লাস্টিককে থামোসেটিং প্লাস্টিক (Thermosetting Plastics) বলে। থামোসেটিং প্লাস্টিককে একবারের বেশি ছাচে ফেলে নির্দিষ্ট আকার দেওয়া যায় না। যেমন, মেলামাইন, বাকেলাইট ইত্যাদি।

রাসায়নিক ধর্ম।
অধিকাংশ প্লাস্টিক রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাই এরা বাতাসের জলীয় বাষ্প ও অক্সিজেনের সাথে এমনকি পাতলা অ্যাসিড ও ক্ষারের সাথেও বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হয় না। তবে শক্তিশালী ও গাঢ় এসিডে কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়। প্লাস্টিক সাধারণত দাহ্য এবং এরা আগুনে পুড়ে প্রচুর তাপ উৎপন্ন করে। প্লাস্টিক পােড়ালে আনেক ক্ষতিকর HCl ও C0 নামক গ্যাসীয় পদার্থ তৈরি হয়। যেমন পিভিসি থেকে হাইড্রোজেন ক্লোরাইড আবার আসবাবপত্রের প্লাস্টিক পলিইউরেথেন (Polyurethane) থেকে কার্বন মনােক্সাইড গ্যাস ও হাইড্রোজেন সায়ানাইড তৈরি হয়। প্লাস্টিকগুলাে পচনশীল নয় অর্থাৎ এরা দীর্ঘদিন মাটি বা পানিতে পড়ে থাকলেও পচে না। তবে বিজ্ঞানীরা বিশেষ কাজে ব্যবহারের জন্য পচনশীল প্লাস্টিক আবিষ্কার করেছেন। এ জাতীয় পচনশীল প্লাস্টিক মেডিক্যাল অপারেশনের পরে সেলাইয়ের কাজে বা অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ