Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

খাদ্য কি? ও খাদ্যের কাজ কি কি?



পুষ্টিবিজ্ঞান অনুযায়ী আমরা যা কিছু খেয়ে থাকি তার সব খাদ্য নয়।আমরা সেসব 
আহার্য বস্তুকেই খাদ্য বলতে পারি যেগুলো গ্রহণ করল জীবদেহের বৃদ্ধি সাধন 
হয়,দেহে শক্তি উৎপাদন হয় এবং যেগুলো দেহের ক্ষয়পূরণ করে রোগ প্রতিরোধে সহায়তা 
করে।

খাদ্যের কাজঃঃ
জীবদেহে খাদ্যের কাজ মূলত ৩ টি।
১.খাদ্য দেহের গঠন,বৃদ্ধিসাধন,ক্ষয়পূরণ করে থাকে।
২.খাদ্য দেহে তাপ শক্তি উৎপাদন করে কর্মশক্তি প্রদান করে।
৩.খাদ্য দেহের রোগ প্রতিরোধের মাধ্যমে দেহকে সুস্হ রাখে।




খাদ্য সম্পর্কে আরও বিস্তারিত নিচের  পোস্টগুলোতে আলোচনা করা হলো।

by - রেজওয়ানা আক্তার রিক্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ