Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

সংকরণ কাকে বলে, কত প্রকার ও কি কি ?

 সংকরণ : কোন পরমানুর বহিস্থ শক্তিস্তরের অরবিটাল গুলো পরস্পর যুক্ত হয়ে সমশক্তিসম্পন্ন সমান অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরণ বলে ।

SP3  সংকরণ :কোন পরমানু বা আয়নের যোজনী স্তরের একটি  S অরবিটাল ও তিনটি P অরবিটাল সংমিশ্রিত হয়ে চারটি সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে  SP3 সংকরণ বলে ।


SP2 সংকরণ : কোন পরমানু বা আয়নের যোজনী স্তরের একটি  S অরবিটাল ও দুইটি P অরবিটাল সংমিশ্রিত হয়ে তিনটি সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে  SP2 সংকরণ বলে ।


SP সংকরণ : কোন পরমানু বা আয়নের যোজনী স্তরের একটি  S অরবিটাল ও একটি P অরবিটাল সংমিশ্রিত হয়ে দুইটি সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে SP  সংকরণ বলে ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ