Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

ঘনীভবন বিক্রিয়া ঘনীভবন বিক্রিয়া কাকে বলে ?

  ঘনীভবন বিক্রিয়া: অ্যালডিহাইড ও কিটোনের আলফা ৫-হাইড্রোজেন অমধর্মী ও সক্রিয় হয়। তাই লঘু ক্ষার দ্রবণে ঐ ৫-হাইড্রোজেন প্রােটনরূপে বিমুক্ত হয়ে ঋণাত্মক কার্বানায়ন সৃষ্টির মাধ্যমে দ্বিতীয় অ্যালডিহাইড বা কিটোন অণুর আংশিক ধনাত্মক কার্বনাইল কার্বনের সাথে কার্বন-কার্বন নতুন বন্ধন গঠন করে, এরূপ বিক্রিয়াকে ঘনীভবন বিক্রিয়া বা কনডেনসেশন বলে। যেমন, অ্যালডল ঘনীভবন এ শ্রেণীর একটি বিক্রিয়া।

আবার যে সব অ্যালডিহাইডের এ-কার্বন পরমাণুতে (অর্থাৎ—CHO মূলকযুক্ত কার্বনে) কোন H-পরমাণু থাকে ; ঐসব অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়া দেয় না। বরঞ্চ এ সব a-হাইড্রোজেনবিহীন দু’ অণু অ্যালডিহাইড গাঢ় ক্ষার দ্রবণে যুগপৎ জারিত ও বিজারিত হয়ে অর্থাৎ অসামঞ্জস্যতা বিক্রিয়া দ্বারা যথাক্রমে কার্বক্সিলিক এসিড ও অ্যালকোহলে পরিণত হয়। এরূপ বিক্রিয়ার উদাহরণ হল ক্যানিজারাে বিক্রিয়া।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ