প্লাজমা অবস্থাঃ পদার্থের সর্বোচ্চ শক্তি সম্মিলিত ভৌত অবস্থাকে প্লাজমা
অবস্থা বলে।প্লাজমা অবস্থায় কণাগুলো আধানযুক্ত হয় এবং প্রচন্ড গতিতে ছুটাছুটি
করতে থাকে। সাধারণত 10000 ---0.00001 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু কিছু
পদার্থ প্লাজমা অবস্থায় থাকে। নিউক্লিয়ার গবেষণার ক্ষেত্রে সূর্য ও
নক্ষত্রমন্ডলীয় পরিমন্ডলে প্লাজমা অবস্থার উপস্থিতি জানা যায়।
তরল স্ফটিক অবস্থাঃ কিছু কিছু স্ফটিকাকার কঠিন পদার্থে দেখা যায় যারা উত্তাপে
স্বচ্ছ তরলে পরিণত হওয়ার পূর্বে কোনো নির্দিষ্ট অবস্থান্তর তাপমাত্রায় কঠিন ও
তরলের মাঝামাঝি গঠনের অস্বচ্ছ তরলে রুপান্তরিত হয় পদার্থের এই অবস্থা কে তরল
স্ফটিক অবস্থা বলে।
0 মন্তব্যসমূহ