Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

পোলার অণু ও অপোলার অণু বলতে কী বুঝ?


পোলার অণুঃ কোনো অণুতে অসম পরমাণু  অর্থাৎ, কম কিংবা বেশি মানের তড়িৎ ঋনাত্মাক পরমাণু ব্যবহৃত হলে অনুতে বন্ধনকৃত ইলেক্ট্রন জোড় অধিক ঋণাত্মক পরমাণুর দিকে ঝুঁকে পড়ে। একে উক্ত অণুর এক প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জ এবং অপর প্রান্তে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। এরুপ অণুকে পোলার অণু বলে। 

অর্থাৎ, যে সব অণুর এক প্রান্তে আংশিক ধনাত্মক চার্জ এবং অপর প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জ থাকে তাদেরকে পোলার অণু বলে।


অপোলার অণুঃ যে সব অণুর প্রান্ত দেশে ভিন্ন ধরনের তড়িৎ মেরুর তথা ধনাত্মক ও ঋণাত্মক চার্জের উদ্ভব ঘটে না তাদেরকে অপোলার অণু বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ