Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

আবুবকর (রাঃ)-কে কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয়?

 ইসলামের ত্রাণকর্তা :


মহানবি (সাঃ)-এর ইন্তেকালের পরে আবুবকর (রাঃ)-চরম দুর্দিনে ইসলামের নিভু নিভু 
প্রদীপকে টিকিয়ে রাখতে সক্ষম হন।ঐতিহাসিক উইলিয়াম মুর বলেন,"শুধু আবুবকরের 
জন্যই বেদুইন গোত্র ও মিথ্যাবাদীদের সাথে আপসে না গিয়ে অঙ্কুরেই নিশ্চিহ্ন বা 
বিনষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। "বস্তুত সকল বিপর্যয়ের ধাক্কা প্রথমেই 
হযরত আবুবকর (রাঃ)-কে সামলাতে হয়।এবং তিনি দৃঢ়তার সাথে তা মোকাবিলা করে ইসলাম 
রক্ষা করেন।

তিনি খিলাফত লাভের পূর্বে ও পরে ইসলাম ধর্মের খিদমতের জন্যে বিভিন্ন যুদ্ধে 
তার সম্পদ অকাতরে বিলিয়ে দেওয়া  সহ খলিফা হিসেবে ক্ষমতা লাভের পর ভন্ড নবীদের 
হাত থেকে ইসলামকে ধর্মকে রক্ষা করেন। ইসলামের প্রতি তার অসামান্য অবদানের জন্য 
তাকে "ইসলামের ত্রাণকর্তা " বা "Saviour of Islam " বলা হয়।




by:Rezoana Akter Rikta

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ