Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

অ্যালডল বিক্রিয়ার মেকানিজম কাকে বলে ?

 

অ্যালডল বিক্রিয়ার মেকানিজমঃ ক্ষারের উপস্থিতিতে অ্যালডল ঘনীভবন নিম্নরূপে তিন ধাপে ঘটে। যেমন,

প্রথম ধাপ : লঘু NaOH এর উপস্থিতিতে অ্যালডিহাইড বা কিটোন থেকে একটি আলফা হাইড্রোজেন পরমাণু ক্ষারের # আয়ন দ্বারা অপসারিত হয় ও কার্বানায়ন গঠন করে।




 দ্বিতীয় ধাপঃ উৎপন্ন কার্বানায় দ্বিতীয় কার্বনাইল অণুকে আক্রমণ করে কার্বন-কার্বন বন্ধন গঠন করে।



তৃতীয় ধাপঃ পানি অণু থেকে একটি প্রােটন ঋণাত্মক অক্সিজেন পরমাণুতে যুক্ত হয়ে অ্যালডল উৎপন্ন করে।



অ্যালডল বিক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত নিচের  পোস্টগুলোতে আলোচনা করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ