অ্যালডল বিক্রিয়ার মেকানিজমঃ ক্ষারের উপস্থিতিতে অ্যালডল ঘনীভবন নিম্নরূপে তিন ধাপে ঘটে। যেমন,
প্রথম ধাপ : লঘু NaOH এর উপস্থিতিতে অ্যালডিহাইড বা কিটোন থেকে একটি আলফা হাইড্রোজেন পরমাণু ক্ষারের # আয়ন দ্বারা অপসারিত হয় ও কার্বানায়ন গঠন করে।
দ্বিতীয় ধাপঃ উৎপন্ন কার্বানায় দ্বিতীয় কার্বনাইল অণুকে আক্রমণ করে কার্বন-কার্বন বন্ধন গঠন করে।
তৃতীয় ধাপঃ পানি অণু থেকে একটি প্রােটন ঋণাত্মক অক্সিজেন পরমাণুতে যুক্ত হয়ে অ্যালডল উৎপন্ন করে।
অ্যালডল বিক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত নিচের পোস্টগুলোতে আলোচনা করা হলো।
0 মন্তব্যসমূহ