পানিপথের যুদ্ধ
পানিপথ হল দিল্লি থেকে ৯০ কি.মি. উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত একটি জায়গা।ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হওয়ার জন্যে পানিপথ জায়গাটি সবার কাছেই পরিচিত। এখানে ৩ টি যুদ্ধ সংঘটিত হয়েছে।
পানিপথের প্রথম যুদ্ধ ঃঃ
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দীন মুহম্মদ বাবর এবং লোদী বংশের শেষ শাসক ইব্রাহিম লোদীর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয় ১৫২৬ খ্রিষ্টাব্দে।ইব্রাহিম লোদী পরাজিত হন ফলে দীর্ঘদিনের দিল্লি সালতানাতের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।ভারতের ইতিহাসে প্রথম এই যুদ্ধে কামানের ব্যবহার করা হয়।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ ঃঃ
১৫৫৬ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় মুঘল সম্রাট আকবর এবং আফগান নেতা হিমুর মধ্যে। আকবর হিমুকে পরাজিত করে দিল্লি জয় করেন।
পানিপথের তৃতীয় যুদ্ধ ঃঃ
আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে ১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।
by - রেজওয়ানা আক্তার রিক্তা
0 মন্তব্যসমূহ