Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

নোবেল শান্তি পুরস্কার ২০২০


গত ৯ অক্টোবর,শুক্রবার নরওয়ের অসলো থেকে নোবেল প্রাইজ কমিটি শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে।অন্যান্য বার শান্তিতে নোবেল পেয়েছেন বিভিন্ন ব্যক্তি,কিন্তু এবার সবাইকে চমকে দিয়ে নোবেল শান্তি পুরস্কার ২০২০ অর্জন করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি(World Food Programme)।

এই পুরস্কারের জন্যে ৩১৮ টি নামের মনোনয়ন জমা পড়েছিল।তন্মধ্যে ২১১ জন ব্যক্তি এবং ১০৭ টি সংস্থা। সারা বিশ্বে ক্ষুধার জ্বালা মেটাতে,যুদ্ধ বিদ্ধস্ত এলাকায় পুনরায় শান্তি স্হাপনের অক্লান্ত প্রচেষ্টা,এবং এই ক্ষুধার জ্বালাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে পারস্পরিক প্রতিহিংসা ও যুদ্ধ সৃষ্টির পথ বন্ধ করার প্রচেষ্টার জন্যেই এই সংস্থাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছেবলে জানিয়েছেনোবেল প্রাইজ কমিটি।

পুরস্কার ঘোষণা করেন নোবেল প্রাইজ কমিটির প্রধান বেরিট রিয়েস অ্যান্ডারসন।ঘোষণাটি তাদের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশ করা হয়।এই সংস্থাটিকে নগদ ১০ মিলিয়ন ক্রোনা বা ১.১ মিলিয়ন মার্কিন ডলার সহ স্বর্ণ পদক প্রদান করা হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তবে এবছর বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপের কারণে সবকিছু অন্যবারের তুলনায় সাদামাটাভাবে অনুষ্ঠিত হবে।




by - রেজওয়ানা আক্তার রিক্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ