Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

একচেটিয়া বাজার কাকে বলে?

একচেটিয়া বাজার (Monopoly Market)

Mono অর্থ এক,Poly অর্থ বিক্রেতা। অর্থাৎ মনোপলি অর্থ একজন বিক্রেতা।সাধারণভাবে আমরা মনোপলি বাজার বলতে যে বাজারে একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা রয়েছে তাকে বোঝাতে পারি।কিন্তু আভিধানিক অর্থে মনোপলি হল কোনো ব্যক্তি,সরকার কিংবা কর্পোরেশন দ্বারা কোনো একটি দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের একচেটিয়া অধিকার। অর্থাৎ যখন কোনো ফার্ম বা প্রতিষ্ঠান একটি দ্রব্য উৎপাদন করে এবং অসংখ্য ক্রেতাকে যোগান দেয় বা কোনো বাজারে বিক্রি করে তখন তাকে একচেটিয়া বাজার বলে।কোনো দ্রব্য উৎপাদনে কোনো প্রতিষ্ঠান একচেটিয়া অধিকার লাভ করলে অন্য ফার্ম সেই দ্রব্য নির্দিষ্ট সময়ের জন্যে উৎপাদন করতে পারে না।যেমন-তিতাস গ্যাস।





by - রেজওয়ানা আক্তার রিক্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ