Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

মহানবী (সাঃ)-এর বিদায় হজ ।

 

মহানবী (সাঃ)-মদিনায় অবস্হানরত অবস্থায় দশম হিজরিতে তাঁর নিকট সূরা আন-নাসর নাযিল হয়।ফলে মহানবী বুঝতে পারেন তাঁর ইহকালের সকল দায়িত্ব পূর্ণ হয়েছে এবং তাঁর জীবনাপ্রদীপ নির্বাপিত হওয়ার সময় আসন্ন।মহানবী এর পূর্বে দুইবার ওমরাহ পালন করলেও হজ পালনের সুযোগ হয়নি।তাই ৬৩২ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি (২৫ জিলকদ) ১ লক্ষ ১৪ হাজার সাহাবী,তাঁর সকল সহধর্মিণী, কুরবানির জন্যে ১০০ টি উট নিয়ে মক্কার উদ্দেশ্য রওনা দেন।৬৩২ খ্রিষ্টাব্দেই মহানবী (সাঃ)-ইহলোক ত্যাগ করেন।ফলে এটাই তাঁর জীবনের শেষ হজ।যার জন্যে এই হজকে 'হুজ্জাতুল বিদা' বা বিদায় হজ বলা হয়।যাত্রার ১০ দিন পর মহানবী ৬ মাইল দূরের 'জুল হুলাইফা' নামক স্থানে পৌঁছান এবং সাহাবিদের নিয়ে হজের পোশাক পরিধান করে ইহরাম বেঁধে পরদিন মক্কায় প্রবেশ করেন।পবিত্র কাবাঘরের চারদিকে সাত বার তাওয়াফ করে মাকামে ইব্রাহিম নামক স্হানে নামাজ আদায় করেন।অতঃপর সাফা ও মারওয়া পর্বতের মধ্যবর্তী স্হানে সাতবার দৌড়ান।আনুষাঙ্গিক অন্যান্য নিয়ম নিষ্ঠার সাথে পালন করে তিনি জীবনের শেষ হজটি সমাপ্ত করেন।




by - রেজওয়ানা আক্তার রিক্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ