নক্ষত্র ঃঃ
যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে।নিজস্ব আলো না থাকলে তাকে
নক্ষত্র বলা যাবে না। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। সূর্য পৃথিবীর নিকটতম
একটি নক্ষত্র। নক্ষত্র হল জ্বলন্ত গ্যাসপিন্ড,যেগুলো হাইড্রোজেন ও হিলিয়াম
গ্যাস দ্বারা তৈরী।
কিছু নক্ষত্রের নামঃ
বিশাখা,অনুরাধা,স্বাতী,লুব্ধক, মৃগশিরা, অগ্নি,ধ্রুব,সপ্তর্ষি,লঘু সপ্তর্ষি,
উত্তর ফাল্গুনি,পূর্ব ফাল্গুনি,ত্রিশিরা,অগস্তা,হারকি উলিস,অশ্বিনী,
ভরণী,কৃত্তিকা,রোহিণী, পুষ্যা,অশ্লেষা, পুনর্বসু,চিত্রা।
নক্ষত্র সম্পর্কে আরও বিস্তারিত নিচের পোস্টগুলোতে আলোচনা করা হলো।
by - রেজওয়ানা আক্তার রিক্তা
0 মন্তব্যসমূহ