একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য
১.বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করেঃ একচেটিয়া বাজারে একজন উৎপাদক বা বিক্রেতা থাকায় পণ্যের উৎপাদন এককভাবে নিয়ন্ত্রণ করে থাকে।
২.সর্বোচ্চ মুনাফা লাভঃ একচেটিয়া কারবারির প্রধান উদ্দেশ্যে সর্বোচ্চ মুনাফা লাভ করা।
৩.সমজাতীয় দ্রব্য নেইঃ একচেটিয়া ফার্ম যে দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্য অন্য কেউ উৎপাদন করে না তাই সমজাতীয় দ্রব্য বা প্রায় সমজাতীয় দ্রব্য দেখা যায় না।
৪.এককভাবে দাম নিয়ন্ত্রণ ঃ উৎপাদনের ক্ষমতা একক হওয়ায় দ্রব্যের দাম ও এককভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে একচেটিয়া কারবারি।
৫.নতুন ফার্মের প্রবেশ সম্ভব নয়ঃএকচেটিয়া শিল্পে নতুন ফার্ম প্রবেশ করতে গেলে একচেটিয়া ফার্ম পণ্যের উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়। ফলে কম দামে পণ্য বিক্রিতে সম্ভাব্য লোকসানের কথা বিবেচনা করে নতুন ফার্ম একচেটিয়া বাজারে প্রবেশ করতে পারে না।
by - রেজওয়ানা আক্তার রিক্তা
0 মন্তব্যসমূহ