ইউরােপীয়দের আগমন
সপ্তম শতক থেকে এ অঞ্চলের সঙ্গে আরব বণিকদের ব্যবসায়-বাণিজ্য ছিল একচেটিয়া। তারা বাণিজ্য করত মূলত সমুদ্রপথে। ১৪৫৩ সালে কন্সস্টান্টিনপােল উসমানীয় তুর্কিরা দখল করে নেয়। ফলে উপমহাদেশের সাথে জলপথে ব্যবসায়-বাণিজ্য বন্ধ হয়ে যায়। সুতরাং প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ব্যবসায় -বাণিজ্যের জন্য ভিন্ন জলপথ আবিষ্কারের প্রয়ােজন হয়ে পড়ে। মূলত এ কারণেই ইউরােপীয় শক্তিগুলাে সমুদ্রপথে উপমহাদেশে আসার অভিযান শুরু করে।
0 মন্তব্যসমূহ