যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছেন দুই নারী।
তাদের একজন ফ্রান্সের ইমান্যুয়েল শার্পেন্টিয়ার(Emmanuelle Charpentier)এবং অন্যজন মার্কিন নাগরিক জেনিফার এ ডৌডনা(Jennifer A.Doudna)।জিনোম সম্পাদনার একটি পদ্ধতি(জেনেটিক সিজার্স) বিকাশের জন্যে এই দুই বিজ্ঞানীকে দ্য রয়্যাল সুইডিশ এ্যাকাডেমি অব সাইন্স নোবেল পুরস্কার প্রদান করে। গবেষকরা অত্যন্ত নির্ভুলভাবে প্রাণী,উদ্ভিদ এবং অনুজীবের ডিএনএ পরিবর্তন করতে পারবেন।ক্যান্সার নিরাময়ের থ্যারাপিতে তাদের আবিষ্কৃত এই পদ্ধতি ব্যবহারে সাফল্য অর্জন করা যাবে বলে ধারণা করা যাচ্ছে এছাড়া জীনের কারণে বংশ পরম্পরায় যেসব রোগ হয়ে থাকে তার নিরাময়েও এই পদ্ধতি সহায়ক হবে।
পুরস্কার স্বরুপ তারা পাবেন নগদ ৯ লাখ ৫০ হাজার ইউরো এবং স্বর্ণের পদক ও সনদপত্র।
by - রেজওয়ানা আক্তার রিক্তা
1 মন্তব্যসমূহ
খুব ভালো লাগলো লেখা পড়ে। ধন্যবাদ। 😍
উত্তরমুছুন