লজিক গেটের ইনপুট কিংবা আউটপুট সবসময় 0 কিংবা 1 হয়।
প্রকারভেদ ঃ
মৌলিক লজিক গেট তিন প্রকার।
যথাঃ
ক. OR গেট
খ. AND গেট
গ. NOT গেট
ক. OR গেটঃ যে গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে
OR গেট বলে। এই গেটের সব ইনপুট নিম্ন হলে আউটপুট নিম্ন হয়। অন্যথায় উচ্চ হয়।
OR গেটের চিত্রঃ
খ. AND গেটঃ যে গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে
তাকে AND গেট বলে। এই গেটের সব ইনপুট উচ্চ হলে আউটপুট উচ্চ হয়। অন্যথায়
নিম্ন হয়।
AND গেটের চিত্রঃ
গ. NOT গেটঃ যে গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে NOT গেট
বলে। এই গেটের ইনপুট ও আউটপুট পরস্পরের বিপরীত হয়।NOT গেটের চিত্রঃ
0 মন্তব্যসমূহ