Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

লজিক গেট কাকে বলে কত প্রকার ও কি কি?


লজিক গেট ঃ লজিক গেট হলো একটি ইলেকট্রনিক বর্তনী যা লজিক্যাল সিদ্ধান্ত দেয়। 
লজিক গেটের ইনপুট কিংবা আউটপুট সবসময়  0 কিংবা 1 হয়।
প্রকারভেদ ঃ
  মৌলিক লজিক গেট তিন প্রকার।
যথাঃ

  ক. OR গেট
  খ.  AND গেট
   গ. NOT গেট

ক. OR গেটঃ যে গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে 
OR গেট বলে। এই গেটের সব ইনপুট নিম্ন হলে আউটপুট  নিম্ন হয়। অন্যথায় উচ্চ হয়।

OR গেটের চিত্রঃ
                                    


OR গেটের বর্তনীঃ
                                            


OR গেটের সত্যক সারণিঃ
                                            



খ. AND গেটঃ যে গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে 
তাকে AND গেট বলে। এই গেটের সব ইনপুট উচ্চ হলে আউটপুট  উচ্চ  হয়। অন্যথায় 
নিম্ন হয়।

AND গেটের চিত্রঃ
                                        


AND গেটের বর্তনীঃ
                                    


AND গেটের সত্যক সারণিঃ
                                            



গ. NOT গেটঃ যে গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে NOT গেট 
বলে। এই গেটের ইনপুট ও  আউটপুট  পরস্পরের বিপরীত হয়।

NOT গেটের চিত্রঃ
                                


NOT গেটের বর্তনীঃ
                                        


NOT গেটের সত্যক সারণিঃ

                                            




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ