Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

উৎপাদন ব্যয়ের উপাদান

উৎপাদন ব্যয়ের উপাদান : কোনাে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে মােট ব্যয়ের পরিমাণ নির্ণয় করাই শেষকথা নয়। যথাযথ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যয় উপাদানগুলাের বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করা প্রয়ােজন। এ জন্য মােট ব্যয়কে উপাদান অনুযায়ী বিশ্লেষণ করা হয়। যে সকল উপকরণ ব্যয় এবং আনুষঙ্গিক উপরিখরচ নিয়ে পণ্যের বা সেবাকর্মের মােট উৎপাদন ব্যয় গঠিত হয়, তাদের প্রত্যেকটিকে ব্যয়ের উপাদান বলা হয়। সামগ্রিকভাবে ব্যয়ের উপাদান তিনটি নিচে উৎপাদন ব্যয়ের উপাদানের শ্রেনিবিভাগ ছকের সাহায্যে উপস্থাপন করা হলাে




উৎপাদন ব্যয়ের উপাদান সম্পর্কে আরও বিস্তারিত নিচের  পোস্টগুলোতে আলোচনা করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ