Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

Diffusion(ব্যাপন)

  

কোনাে মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফুর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন প্রক্রিয়ায় কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। যেমন: ঘরের এক কোণে কোনাে একটি সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। কোনাে পদার্থ ছড়িয়ে পড়তে সময় কম লাগলে ঐ পদার্থের ব্যাপন হার বেশি এবং কোনাে পদার্থ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলে ঐ পদার্থের ব্যাপন হার কম। নিচের পরীক্ষাগুলাের মাধ্যমে এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা নিতে পারবে।

The tendency of solid, liquid or gas to spread spontaneously and uniformly in any medium is called diffusion. In diffusion process, solid, liquid or gas moves spontaneously from a place of higher concentration to lower concentration. Remember, what happens if you leave a perfume bottle with its lid opened at a corner of a room? Within some time, you will find the full room perfumed. This is an instance of diffusion. If a matter takes lesser time to spread, its rate of diffusion is higher and vice versa. Now, read through the following experiments.

পরীক্ষা নং: 1 কক্ষ তাপমাত্রায় একটি বিকারে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে এতে সামান্য পরিমাণ তরল নীলের দ্রবণ যােগ করাে। কিছুক্ষণের মধ্যে দেখবে বিকারের সমস্ত পানির রং নীল হয়ে। গেছে। অর্থাৎ নীলের দ্রবণের কণাগুলাে সমস্ত পানিতে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে পানিতে। তরল পদার্থ (নীলের দ্রবণ) ব্যাপিত হয়েছে। কক্ষ তাপমাত্রায় কঠিন KMnO, এর ব্যাপনের। চেয়ে তরল নীলের দ্রবণের ব্যাপনের সময় অনেক কম লেগেছে। অর্থাৎ তরল মাধ্যমে কঠিন। পদার্থের ব্যাপন হার-এর চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হার বেশি। তাপের প্রভাবে। এই ব্যাপন হার আরও বেশি হয়। কক্ষ তাপমাত্রায় বা গরম অবস্থায় তরল মাধ্যমে গ্যাসীয়। পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি হয়।



Experiment 1 In the room temperature, take some pure water in a beaker and add some liquid blue in it. Within a few moments, you will see that the water has turned blue. That means, the particles of blue solution or some liquid have diffused in the water. The temperature being the same, has taken the liquid less time to diffuse in another liquid than solid KMnO, That means, the rate of diffusion of liquid matter in another liquid is faster than that of solid matter. Presence of heat will increase the rate. In the room temperature, or in presence of heat, gaseous matter diffuses faster than other matters.



Diffusion সম্পর্কে আরও বিস্তারিত নিচের  পোস্টগুলোতে আলোচনা করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ