Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

Permanent Settlement(চিরস্থায়ী বন্দোবস্ত।)


 চিরস্থায়ী বন্দোবস্ত কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে ১৭৮৬ সালে লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল ও সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে পাঠানাে হয়। তিনি ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ঐ বছর ২২শে মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশােধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির ওপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়, তাকেই ‘চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। পটভূমি : ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য পাঁচসালা বন্দোবস্ত চালু করেন। এই ব্যবস্থায় উচ্চহারে ডাক নিয়ে জমির বন্দোবস্ত নিলেও সেই অনুপাতে রাজস্ব আদায় হতাে না। নির্দিষ্ট সময়সীমা থাকায় জমিদাররা কৃষকদের কাছ থেকে প্রয়ােজনে নির্যাতন করে অর্থ আদায় করত । অথচ কৃষকদের উন্নয়ন বা জমির উন্নয়নের প্রতি তাদের কোনাে লক্ষ ছিল না। ফলে নির্যাতনের ভয়ে কৃষকরা জমি ছেড়ে পালিয়ে যেত। বছরের পর বছর জমি অনাবাদি থাকায় জমির দাম কমে যেত। এ অবস্থায় হেস্টিংস জমিদারদের সঙ্গে একসালা বন্দোবস্ত চালু করেন। কিন্তু, এ ব্যবস্থায়ও সরকার, জমিদার, প্রজা- কারাে কোনাে ধরনের উপকার হয়নি। পরবর্তীকালে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব সমস্যা সমাধানের জন্য ইংল্যান্ডের পার্লামেন্ট নতুন। ব্যবস্থা উদ্ভাবনের প্রয়ােজনীয়তা উপলব্ধি করে । ১৭৮৪ সালে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্টে গৃহীত হয়। বাংলা, বিহার, উড়িষ্যায় স্থায়ী নিয়ম-কানুন প্রবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদি রাজস্ব ব্যবস্থা চালুর জন্য কোম্পানিকে নির্দেশ দেয়া হয়। ১৭৮৯ সালে কর্নওয়ালিস জমিদারদের দশমালা বন্দোবস্ত দিতে প্রস্তুতি নেন। ইংল্যান্ডের কর্তৃপক্ষ জমিদারদের সঙ্গে বন্দোবস্তের অনুমতি প্রদান করলে কর্নওয়ালিস এই অনুমােদনের পরিপ্রেক্ষিতে ১৭৮৯ সালে দশসালা বন্দোবস্ত চালু করেন। তবে এর সঙ্গে এই প্রতিশ্রুতিও তিনি দেন যে, কোম্পানির ডাইরেক্টর সভার অনুমােদন পেলে দশসালা বন্দোবস্তই চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে।

১৭৯২ সালের সেপ্টেম্বর মাসে এই দশশালা বন্দোবস্ত বাের্ড অব ডাইরেক্টরস কর্তৃক অনুমােদন লাভ করে। 3 ১৭৯৩ সালের ২২শে মার্চ কর্নওয়ালিস দশশালা বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘােষণা করেন।

Permanent Settlement Lord Cornwallis was sent with the charge of Governor-General and army chief in 1786 to make the administration corruption free and organized. He introduced permanent settlement or permanent land system in 1793. On 22 March of the same year he gave permanent possession to the Zeminders of Bengal, Bihar and Odisha on their land. This settlement of land is called 'Permanent Settlement'.
Background Waren Hestings introduced five year settlement to collect revenue in 1772. Though the bid of land was at high stage, revenue could not be collected proportionately. Since there was definite deadline, to collect revenue the Zaminders would realize the money from the farmers by any means. They did not aim at either developing the land and or the condition of the farmers. As a result, the farmers in fear of repression would leave the land and flee away. The land would lie uncultivated for years and the prices of land would go down. In this situation Waren Hastings introduced settlement for one year with the Zaminders. This system also failed to benefit the government, Zaminders or Forma-
the subjects. Later the parliament of England realized the necessity of inventing a new system to solve the revenue problem in Bengal, Bihar and Odisha. In 1789 Cornwallis took preparation to give ten year settlement to the Zaminders. Having approval from the authority of England Cornwallis introduced ten year settlement with the Zaminders in 1789. He also pledged that with the approval of the meeting of the Company Directors, ten year settlement would turn to the permanent settlement.
The settlement was approved by the Board of Directors in September, 1792. On 22nd March, 1793 Cornwallis declared ten year settlement as the Permanent Settlement.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ