ইমান অর্থ বিশ্বাস । ইসলামের মৌলিক বিষয়গুলাের প্রতি বিশ্বাসকেই সাধারণত ইমান বলা হয় । আর মানবিক বলতে মানব সম্বন্ধীয় বুঝায়। অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলি হওয়ার যােগ্য তাই মানবিক মূল্যবোেধ । অন্যকথায় যেসব কর্মকাণ্ড, চিন্তা-চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই মানবিক মূল্যবােধ।
মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এ হিসেবে মানুষের চরিত্র, বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড সবই উন্নত ও সর্বোত্তম হওয়া উচিত। পশুর ন্যায় কাজকর্ম, লােভ-লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয় । যদি কোনাে মানুষ এ আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচরণ করে তবে সে মানবিক মূল্যবােধকে বিনষ্ট করে। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণাবলি ও আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবােধ রক্ষা করা যায়।
মানবিক মূল্যবােধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে থাকে। ইমানের মূলকথা হলাে
لا إله الا الله رسول الله
(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ)। অর্থ : “আল্লাহ ব্যতীত কোনাে মাবুদ নেই, মুহাম্মদ (স.) আল্লাহর রাসুল।” এ কালিমার তাৎপর্য হলাে আল্লাহ তায়ালাই একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালক ও মাবুদ। তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদতের যােগ্য কেউ নেই। তিনি ব্যতীত আর কারও সামনে মাথা নত করা যাবে
। এ কালিমা মানুষকে আত্মমর্যাদাশীল করে। এ কালিমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তায়ালার সামনে মাথা নত করে। পৃথিবীর অন্য কোনাে সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না। ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয়, মানবিক মূল্যবােধ বিকশিত হয়।
'Iman' means faith. Generally Iman includes faith in the fundamental issues of Islam. The phrase "human values' means values related to man in society. That means human values imply only those features and qualities which go to adorn man. In other words, those activities, thoughts and ideas constitute human values which are compatible with man and human civilization. Man is 'Asraful Makhluqat' or the best of creation. From this point of consideration man's character, features and activities - all should be excellent and best. Beastly conduct, greed and lust are not human ideals. If any man deviates from this ideal and behaves like beasts, then he destroys the human values. In order to uphold human dignity and superiority, human values may be protected by cultivating noble qualities and ideals. The role of Iman is very important for the growth of human values. Iman fosters the growth of human values in a number of ways. The basic implication of Iman is -
لا اله الا الله محمد رسول الله
(La Ilaha Illallahu Muhammadur Rasulullah (Sallallahu Alaihee Wasallam]). Meaning: "There is no entity but Allah worthy of worship. Muhammad (Sm.) is His Messenger." The significance of this creed is that Allah the Most High is the only Creator, Nourisher and worthy of worship. There is none except Him worthy of praise and worship. There cannot be prostration before anyone except Him. This creed renders man self-respectful. A person believing in this creed bows down only before Allah the Most High. He does not bend his head or surrender to anyone else. As a result the dignity of man is elevated and human values are developed.
0 মন্তব্যসমূহ