Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

Narration কি ও কত প্রকার? এগুলো সাধারণ আলোচনা ।

আজ আপনাদের জন্য আমি কিভাবে ইংরেজিতে সহজে narration (উক্তি)  পরিবর্তন বা 
সমাধান করতে হয় এই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।


এটা কয়েক টি পর্বে থাকছে।
পর্ব ১):  Narration কি ।কত প্রকার। এগুলো সাধারণ আলোচনা । মূলত পরিক্ষায় 
কিভাবে আপনি এটি সামাধান করবেন এই নিয়ে আলোচনা করবো।
প্রধান প্রধান কিছু শব্দ আছে যার পরিবর্তে  নতুন শব্দ বসে, এগুলো মনে রাখতে 

হবে।যেমন:

1.
Now....... Then
Ago....... before
Today..... that day
Tomorrow..... the next day
Yesterday..... the previous day
Last night.... the previous night
Last week..... the previous week
Yes......... replied in the affirmative
No........... replied in the negative
Sir......... respectfully.

2.Tense এর পরিবর্তন।

Am/is/are..... was (sub যদি 3rd personএবং I হয়)
Am/is/are...... were
Have/has....had
Can...... could
Shall..... should
May..... might
Will.... would
Present indefinite (verb 1 )........ past indefinite (verb2).
Past indefinite (verb2)..... past perfect (had+v3)




by MD Hasan Ali
B.S.S(hon's) economics
Chuadanga Govt College.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ