We can get an idea about chronological history of Bengal since the Pala rule. It is not easy to find out the history before that. During this period no ruler could reign for a long time all over Bengal. So, the political life of Bengal evolved disconnectedly. There was an unstable situation after the end of the Maurya and the Gupta rule. Some independent kingdoms rose through this instability. King Sasanka of North Bengal was the most powerful among those independent kingdoms. After his death there was no competent ruler in Bengal for a long time. As a result, there appeared anarchy and disorder all over the kingdom. Nearly one hundred years passed all the way through this condition. Afterwards a leader named Gopala brought this unstable condition to an end and established the Pala dynasty. In the middle of the twelveth century the Pala dynasty came to its downfall. During that Pala regime small independent kingdoms came into being in South-East Bengal. After that the Senas coming from Karnataka of South India established a kingdom in East Bengal. The Sena reign continued for about two hundred years. In the first decade of the thirteenth century the Sena reign yielded to Muslim power. Then a new chapter started the Middle Age of Bengal.
পাল রাজাদের শাসনকাল থেকে ধারাবাহিকভাবে বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায়। এর আগের ইতিহাস খুঁজে পাওয়া সহজ নয়। এ সময়কালে কোনাে শাসক দীর্ঘদিন সমগ্র বাংলা শাসন করতে পারেননি। তাই বিচ্ছিন্নভাবেই বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে। মৌর্য ও গুপ্ত শাসনের অবসানের পর এক অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়। এরই মধ্য দিয়ে উত্থান ঘটে কিছু স্বাধীন রাজ্যের। স্বাধীন রাজ্য উত্থানের যুগে উত্তর বাংলার রাজা শশাংক ছিলেন সবচেয়ে শক্তিমান। তার মৃত্যুর পর দীর্ঘকাল বাংলায় কোনাে যােগ্য শাসক ছিলেন না। ফলে রাজ্য জুড়ে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। প্রায় একশ' বছর এ অবস্থার মধ্যে কাটে । অতঃপর গােপাল নামে এক নেতা এ অরাজক অবস্থার অবসান ঘটান এবং পাল বংশের প্রতিষ্ঠা করেন। বারাে শতকের মাঝামাঝি পাল বংশের পতন ঘটে। পাল শাসন যুগেই দক্ষিণ-পূর্ব বাংলায় ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য গড়ে ওঠে। এরপর দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আগত সেন বংশ পূর্ব বাংলায় রাজ্য স্থাপন করে। তেরাে শতকের প্রথম দশকে মুসলমান শক্তির হাতে সেন রাজত্বের অবসান ঘটে। শুরু হয় এক নতুন অধ্যায় বাংলার মধ্যযুগ।
0 মন্তব্যসমূহ