ইমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা । ইমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলাের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করাকে ইমান বলা হয়। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য ইত্যাদি। মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিনাদ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গরূপে আত্মসমর্পণ করার নাম হলাে ইসলাম।
Iman and Islam are two very important terminologies. Iman means belief, sincere faith in the basic issues of Islam and testimony, and to practise them accordingly is termed as Iman. On the other hand, Islam means self-surrender, allegiance etc. Total self-surrender to Allah in obedience to His commands and prohibitions is termed as Islam.
ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনাও করা যায় না। এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা-প্রশাখার মতাে। ইমান হলাে গাছের শিকড় বা মূল আর ইসলাম তার শাখা-প্রশাখা। মূল না থাকলে শাখা-প্রশাখা হয় না। আর শাখা-প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। দ্রুপ ইমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে। আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম । ইসলাম হলাে ইমানের বহিঃপ্রকাশ। ইমান হলাে অন্তরের সাথে সম্পৃক্ত। আর ইসলাম বাহ্যিক আচার-আচরণ ও কার্যাবলির সাথে সম্পৃক্ত। যেমন- আল্লাহ, রাসুল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলাে ইমান । আর সালাত, যাকাত, হজ ইত্যাদি বিষয় পালন করা হলাে ইসলাম। প্রকৃতপক্ষে, ইমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ইমান ও ইসলাম উভয়টিকেই পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে।
A very close and inseparable relationship exists between Iman and Islam. One is not even imaginable without reference to the other. Both are deeply interdependent. Iman and Islam are closely related as roots and branches in a tree. Iman is the root while Islam represents its branches. Branches do not grow without roots. Again, roots are of no value unless it grows branches. Likewise Iman and Islam, neither is complete without the other. Iman creates in man's heart faith in and love for Allah and also a desire to win His pleasure. Consequently Islam blooms with full glow and freshness through worship and servitude in the heart. Islam is related to the external conduct and deeds. For Example, Iman consists in belief in Allah, the Messengers, the Angels etc. And the observance of Salat, Zakat and Hajj etc. are Islam as its externalities. In fact, Iman and Islam are mutually complimentary. In order to attain success in worldly life as well as in the hereafter, both Iman and Islam have got to be implemented in one's life.
0 মন্তব্যসমূহ