চিহ্নযুক্ত সংখ্যা (Signed Number)ঃ গাণিতিক কাজে সংখ্যার মান বুঝানোর জন্য দুটি অবস্থা রয়েছে।
যথা - ১.ধনাত্মক (Positive) ২. ঋণাত্নক ( Negative)
ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বুঝানোর জন্য যথাক্রমে + ও - চিহ্ন ব্যবহার করা হয়। এই + ও - যুক্ত সংখ্যা কে সাইন্ড (Signed) নাম্বার বলে। বাইনারি পদ্ধতিতে এই চিহ্ন বুঝানোর জন্য একটি বিট ব্যবহার করা হয়। যাকে চিহ্ন বিট(Sign Bit) বলে।
চিহ্ন বিট 0 হলে সংখ্যা টি ধনাত্মক এবং চিহ্ন বিট 1 হলে সংখ্যা টি ঋণাত্মক।
চিহ্নযুক্ত সংখ্যার গঠনঃ চিহ্নযুক্ত (Signed) সংখ্যা কে তিন ভাবে গঠন করা যায়। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া বাকি অংক সংখ্যার মান নির্দেশ করে। কিন্তু ঋণাত্মক সংখ্যার তিন টি গঠন রয়েছে।
তা হলো-
১. প্রকৃত মান গঠন (Sign Magnitude form)
২. ১- এর পরিপূরক গঠন (1's Complement form)
৩. ২- এর পরিপূরক গঠন (2's Complement form)
0 মন্তব্যসমূহ