Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

The French East India Company(ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি।)

 ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উপমহাদেশে সর্বশেষে আগত ইউরােপীয় বণিক কোম্পানি হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৬৬৪ সালে এই বাণিজ্যিক কোম্পানি গঠিত হয়। ১৬৬৮ সালে কোম্পানি সর্বপ্রথম সুরাট এবং পরের বছর মুসলিপট্টমে বাণিজ্য কুঠি স্থাপন করে। ১৬৭৩ সালে পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে।

১৬৭৪ সালের পর থেকে তারা তাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলায় সম্প্রসারিত করে। কোম্পানি বাংলার সুবাদার শায়েস্তা খানের কাছ থেকে গঙ্গা নদীর তীরে অবস্থিত চন্দননগর নামক স্থানটি কিনে নেয়। ১৬৯০ থেকে ১৬৯২ সালের মধ্যে চন্দননগর একটি শক্তিশালী সুরক্ষিত ফরাসি বাণিজ্য কুঠিতে পরিণত হয়। ১৬৯৬ সালে কোম্পানি এখানে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয়। নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের শর্তে ১৬৯৩ সালে ফরাসিরা বাংলা, বিহার, উড়িষ্যায় বাণিজ্য করার অধিকার লাভ করে। পরবর্তীকালে তারা কাশিমবাজার বালাসােরে কুঠি স্থাপন করতে সক্ষম হয় ।

ইংরেজ বণিকরা যখন ব্যবসায়-বাণিজ্যে দৃঢ় অবস্থানে, তখন ফরাসিরা এদেশে আসে। এ অবস্থায় ইংরেজদের সঙ্গে প্রতিযােগিতায় টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। কারণ অন্যান্য ইউরােপীয় শক্তির মতাে ফরাসিরাও এদেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে। ফলে দুই ইউরােপীয় শক্তি— ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায়।

ইংরেজদের ষড়যন্ত্র, কূটকৌশল, উন্নত রণকৌশলের কাছে ফরাসিরা পরাজিত হয়। বাংলার নবাবের পক্ষ অবলম্বন করায় ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে ইংরেজদের সাফল্য তাদের আরও পর্যদস্ত করে ফেলে। ফলে বাংলার ফরাসি কুঠিগুলাে ইংরেজদের দখলে চলে যায় । দাক্ষিণাত্যের কর্ণাটকের যুদ্ধসমূহে ফরাসি কোম্পানি পরাজিত হলে তারা এদেশ ত্যাগ করে। ফলে ইংরেজরা ভারতবর্ষে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়।

The French The last European merchant company that came to the sub-continent is the French East India Company. This merchant company was formed in 1664 A.D. In 1668 A.D. the company set up commercial offices first in Surat and in the following year in Muslimpatnam. In 1673 A.D. French colony was built up in Pandichery. Since 1674 A.D. they expanded commercial activities in Bengal. The company bought the village Chandannagar, situated on the bank of the Ganges from Sayesta Khan, the Subadar of Bengal. Chandannagar turned to a powerful protected French commercial office between 1690 A.D. and 1692 A.D. The company became able to build a powerful fort here in 1696 A.D. On the condition of paying duty at a fixed rate, the French got the right of conducting trade and commerce in Bihar and Odisha in 1693 A.D. In the later periods they became able to set up a commercial office in Balasore in Kashimbazar. When English merchants were running trade in full swing, the French came to this country. In this state they found it difficult to sustain in competition with the English. Like other European merchants the French started dreaming about setting up of empire here. As a result, collision became inevitable between the French and the English. The French were defeated because of the intrigues, diplomatic strategy and developed military strategies of the English. They became more exhausted by the success of the English in the battle of Palassy in 1757 A.D. for supporting the Nawabs of Bengal. As a result, the French offices in Bengal went under the possession of the English. The French company left this country after being defeated in the battles of Karnataka of the Deccan.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ