Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

সােনালী ব্যাংক উথলী শাখায় দিনে-দুপুরে দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি

 জীবননগরে সােনালী ব্যাংক উথলী শাখায় দিনে-দুপুরে দুর্ধর্ষ ব্যাংক ডাকাতিঃ আজ রবিবার দুপুর একটার সময় এই ডাকাতির ঘটনা ঘটে৷সােনালী ব্যাংক উথলী শাখার ম্যানেজার আবুবকর সিদ্দিকী জানান, রবিবার(১৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে তিনজন হেলমেট পরে প্রথমে গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকের গেট বন্ধ করে গার্ড দেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকারদের মাথায় অস্ত্র ঠেকিয়ে মােবাইল ফোন জমা নিয়ে ব্যাংক থেকে প্রায় ৯ লক্ষাধিক টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে তিনজন লােক। দুপুরে ব্যাংক ও উথলী বাজারে লােকজন কম থাকায় কাওকে ধরা সক্ষম হয় নি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ