বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বৈশিষ্ট্য ও বর্তমান অবস্থা
বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা হতে রপ্তানি ও আমদানি বাণিজ্যের বৈশিষ্ট্য এবং বর্তমান অবস্থা। সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন
ক. সাম্প্রতিককালে বালাদেশের রপ্তানি বাণিজ্যের কাঠামােতে যথেষ্ট বৈচিত্র এসেছে। নতুন নতুন অনেক পণ্য এ তালিকায়। অন্তর্ভুক্ত হচ্ছে।
খ, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বর্তমানে অ-পাটজাত দ্রব্যের রপ্তানির প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে।
গ. কৃষিজাত দ্রব্যের পরিবর্তে শিল্পজাত দ্রব্যের রপ্তানি পূর্বাপেক্ষা বহুগণ বৃদ্ধি পেয়েছে।
ঘ, ক্রমাগতভাবে অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে।
ঙ. পূর্বের অদক্ষ, স্বল্পদক্ষ জনশক্তি রপ্তানির পাশাপাশি বর্তমানে দক্ষ জনশক্তি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
চ, রপ্তানি নীতিকে আধুনিকায়ন করা হয়েছে।
একসময় বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ছিল পাট ও পাটজাত পণ্য নির্ভর। কিন্তু বর্তমানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম অংশ দখল করেছে তৈরি পােশাক ও নীটওয়ার পণ্য। এরপর রয়েছে চামড়া ও চামড়াজাত দ্রব্য, হােম টেক্সটাইল, পাটজাতপণ্য, হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, প্রকৌশল সামগ্রী এবং অন্যান্য। দেশ ভিত্তিক রপ্তানি কার্যক্রম পর্যালােচনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার (মােট রপ্তানির ১৮.৫%)। যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত প্রধান প্রধান পণ্যসমূহ হলাে : তৈরি পােশাক, নিট ওয়্যার, হিমায়িত চিংড়ি, ক্যাপ, হােম টেক্সটাইল ইত্যাদি। বাংলাদেশী পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পর জার্মানি (১৪.৫%), যুক্তরাজ্য (১১.১%) ও ফ্রান্স (৫.২%)।
0 মন্তব্যসমূহ