Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

শান্ট কেন ব্যবহার করা হয় এবং এটি কিভাবে কাজ করে?

 শান্ট কেন ব্যবহার করা হয় এবং এটি কিভাবে কাজ করে?


গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বেশি পরিমাণ তড়িৎ চালনা করা হলে নষ্ট হয়ে যেতে 
পারে।এর স্প্রিং ছিঁড়ে যেতে বা পুড়ে যেতে পারে। তাই গ্যালভানোমিটারকে রক্ষা 
করার জন্য এর সাথে শান্টকে সমান্তরালভাবে লাগানো থাকে।এর ফলে মূল প্রবাহ 
দু'ভাগে বিভক্ত হয় এবং শান্টের রোধ কম হওয়ায় বেশি পরিমাণ প্রবাহ এর ভিতর দিয়ে 
প্রবাহিত হয় এবং অল্প পরিমাণ প্রবাহ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
এতে গ্যালভানোমিটার নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়।


By রেজওয়ানা আক্তার রিক্তা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ