এডি প্রবাহ, ফুকো প্রবাহ বা ঘূর্ণি প্রবাহ কাকে বলে?
কোনো ধাতু খন্ডকে স্থির চৌম্বক ক্ষেত্রে যদি গতিশীল রাখা হয় বা কোনো
পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে একটি ধাতু খন্ড রাখা হয়, তবে ধাতু খন্ডের সাথে
জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের দরুন ধাতু খন্ডের উপাদানের ভিতর তড়িৎ প্রবাহ
আবিষ্ট হতে দেখা যায়।এ প্রবাহ বদ্ধ পথে লেঞ্জের সূত্র নির্দেশিত অভিমুখে
প্রবাহিত হয়।এ প্রবাহকে এডি প্রবাহ বা ফুকো প্রবাহ বা ঘূর্ণি প্রবাহ বলে।
By রেজওয়ানা
0 মন্তব্যসমূহ