Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

HTML কি ও এর ব্যাবহার .।

HTML

যার পূর্ণ রুপ হল  Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ভাষা নয় । কোন একটা সাইট কে মার্ক আপ করার জন্য ব্যাবহার করা হয় । সাধারনত এইচটিএমএল এর ব্যাবহার কে আমারা কোন সাইট এর মূল কাঠামোর সাথে তুলনা করতে পারি । একটা সাইট দেখতে যেমন হয় এর এই কাথামটা মুলত এইচটিএমএল দ্বারা তৈরি । এইচটিএমএল কয়েকটি ট্যাগ এর সম্মনয়ে এইচটিএমএল গঠিথ ।
কোন এডিটর বা নোট প্যাড এইচটিএমএল এর কোড লিখতে হয় ।
এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে




এতে বিভিন্ন এইচটিএমএল  ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML5 এ ওয়েবসাইটে অডিও,ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ(স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।




ওয়েব সাইট মূলত দুই প্রকার ঃ
  1. স্ট্যাটিক ওয়েব পেজ ।
  2. ডাইনামিক ওয়েব পেজ ।                                             
1.স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করতে শুধু মাত্র এইচটিএমএল ও সিএসএস এর প্রয়োজন হয় । এইচটিএমএল ও সিএসএস দ্বারা স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা সম্ভব ।


2.ডাইনামিক ওয়েবপেজ তৈরি করতে হলে এইচটিএমএল ও সিএসএস এর সাথে বুটস্ট্রাপ, পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট এর প্রয়োজন হয় ।

আজ ওয়েবপেজ এর ধারনা ও এইচটিএমএল নিয়ে আলোচনা এই পর্যন্তই ।
এইচটিএমএল সম্পর্কে পরবর্তী পোস্টে আরও বিষদ ভাবে আলোচনা করা হবে ।


ধন্যবাদ সবাই ভাল থাকবেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ