Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

Janapadas of Ancient Bengal

 Janapadas of Ancient Bengal

In ancient age Bengal ( now Bangladesh and West Bengal) was not a unique or soveriegn state like present Bangladesh. Different parts of Bengal were divided in many small regions in their own way. These regions of bengal were collectively named as 'Janapadas'.


সুবিধা দিচ্ছে। লণী এ দেশকে কল আস্ফাল করে ফেলি বিদেশি শর্কিন লোশহুর দৃষ্টি শেকে। অখিয়ে পূর্ব পাতিল ও পশ্চিম পানি এসে মধ্যে ১৯০০ মাইল শােণিক দূরত্ব ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদলেন অত্যুদয়ে বিট ক্ষুধিক্কা পালনয়ে।

এদিন মুল বাংলা বর্তায় বাংলাদেশ পমি) এর বাংলাদেশের মতাে কোনাে একক অথ রাঁ বা কী ছিল না। বাংলার বিলি অংশ তখন এটি টেলে বিভক্ত লি।স্বর এটি অলর। শাল ঘর আর মঙ্গেশলন করল।আলার এ অললােকে ইসলাবে নাম নেয় পদ।

Janapadas

The state as undivided Bengal was not born at a time. It flourished through Janapadas. From different inscriptions and literary works, we came to know about sixteen Janapadas of Bengal. However, the borders of the Janapadas never remained the same. Sometimes, the area of some Janapadas extended as well as declined. Some Janapadas are described below:

জনপদ

বাংলা নামের একটি অখণ্ড দেশের জন্য একবারে হয়নি। এর যাত্রা শুরু হয় জনপদগুলাের মধ্য দিয়ে। উকীর্ণ শিলালিপি ও বিভিন্ন সাহিত্যগ্রন্থে প্রায় ষােলােটি জনপদের কথা জানা যায়। তবে প্রতিটি অঞ্চলের সীমা সবসময় একই রকম থাকেনি। কখনােও কোনাে জনপদের সীমা বেড়েছে, আবার কখনাে কমেছে। নিচে কয়েকটি উল্লেখযােগ্য জনপদের বর্ণনা দেওয়া হলাে :

Gaur: Though the name of Gaur' seems familiar, there are not clear evidences about which area was referred to as Gaur in ancient time. In the 7th century, Sasanka was called the Gaurraj (King of Gaur). Its capital was Karnasubarna. Gaur was situated at the present Murshidabad. The Lakhnauti in the regian of Maldhah was called Gaur at the begining of the Muslim period.

গৌড় : “গৌড়' নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হত। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতাে।


Banga: Bengal was a very ancient Janapada. A Janapada named Banga was built to the east and the south-east of present Bangladesh. It is surmised that a nation named 'Banga' lived here. The old stone inscriptions, validate two parts of Bangla. One was Vikrampura and the other was Navya. There is no existence of any place called 'Navya' at present. It is thought that the lower marshy places of Faridpur, Barisal and Patuakhali are included in this Navya' region. The old Banga was a very powerful region. The Bangalee nation derieved from the word "Banga".

 বঙ্গ : ‘বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে

একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে বঙ্গ’ বলে একটি জাতি বাস করতাে। তাই জনপদটি পরিচিত হয় ‘বঙ্গ' নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায় একটি বিক্রমপুর, আর অন্যটি নাব্য। বর্তমানে নাব্য বলে কোনাে জায়গার অস্তিত্ব নেই। ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর চুি জলাভুমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল। ‘বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল।


Pundra: Pundra was one of the most important Janapadas of ancient Bengal. It is said that a nation called Pundra built up this Janapada. Pundra of that time was extended at least across the regions of Bogra, Rangpur, Dinajpur and Rajshahi. Pundranagar was the name of the capital of the Pundras. Subsequently it became known as Mahasthangar. Experts infer that Mahasthangar, seven miles away from Bogra is the ruins of the ancient Pundravardhana. It was Pundra which was the most prosperous Janapadas of ancient Bengal from the perspective of ancient evidences. The inscriptions found on the stone wheels here are perhaps the most ancient in Bangladesh,

 পুন্ন প্রাচীন বাংলার জনপদগুলাের মধ্যে অন্যতম হলাে পু। বলা হয় যে, পুঞ্জ বলে একটি জাতি এ । জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুঞ্জ জনপদটির সৃষ্টি হয়েছিল। পুদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুত্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুঞ্জই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খােদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।

Harikela: The writers of the seventh century have also described another region called Harikela. Harikela was situated at the end of eastern Bengal. It can be assumed that Harikela spread from Sylhet to Chittagong at the present time.

হরিকেল : সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল। 

Samatata: Samatata was situated in the East and South-east Bengal as a neighboring Janapada of Banga. Some think that Samatata was the ancient name of present Camilla. The coastal region extending from the eastern shore of Ganges-Bhagirathi to the tributary of the Meghna was probably called Samatata. In the seventh century its capital was the place named Bara Kamta, 12 miles west of Camilla city. Some ancient remnants have been found at Mainamati, Camilla. The Shalbana Bihara is one of them. 

সমতট : পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মােহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতাে সমতট। কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম।


Barendra: Another Janapada of ancient Bengal could be known in the name of Barendree, Barendra or Barendra Bhumi. It was also a Janapada of North Bengal. It is thought that Barendra was located in the vast area of Pundra. The Barendra region was extended across a vast area of Bogra, Dinajpur and Rajshahi region as well as probably of Pabna region.

বরেন্দ্র : বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়। এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয়, পুরে একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।

Tamralipta: Tamralipta Janapada was situated to the north of Harikela. Tomluk in the region of present Medinipur was the heart of Tamralipta. It started to be known as Dandobhukti since the seventh century. 

তাম্রলিপ্ত : হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই ছিল। তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে।

Chandradeep: Apart fron the Janapadas mentioned above, there was another tinier Janapada in ancient Bengal. This was Chandradeep. The very Barisal region of today was the mainland and the heart of Chandradeep. This ancient Janapada was situated in the place between the Baleshwar and the Meghna.

চন্দ্রদ্বীপ : প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়। এটি হলাে চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

We get a fair conception of geographical shape, demarcation, political characteristics of the then Bengal from the Janapadas of ancient Bengal. Then there was no political unity in ancient Bengal. The powerful rulers would gain ruling power of more than one Janapada through executing their domination.

প্রাচীন বাংলার জনপদ থেকে আমরা তখনকার বাংলার ভৌগােলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মােটামুটি ধারণা লাভ করতে পারি। প্রাচীন বাংলায় তখন কোনাে রাজনৈতিক ঐক্য ছিল না। শক্তিশালী শাসকগণ তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ