Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

জীবনের সঞ্চয়

 আচ্ছা কেমন হয় যদি কখনো দেখতে পারেন, আপনার জীবনের সবটুকু সঞ্চয় যা দিয়ে কি না আপনি আপনার বাকি জীবন নির্দ্বিধায় কাটাবেন বলে ভেবেছিলেন তার সমস্তটুক উধাও।একটু কানাকড়িও নেই! পাগল হবেন তো? অনেকে হয়তো এমন অবস্থায় পড়লে সেখানে স্ট্রোকও করবেন।

এবার মনে করুন, আপনার সে সঞ্চয়টুকু ছিলো সারাজীবনে দুনিয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা। আর বাকি জীবন যেখানে আপনি নিশ্চিন্তে কাটাবেন ভাবতেন তা হচ্ছে জান্নাত। হিসাব নিকাশের একটা সময় যখন আপনার নাম ধরে ডাকা হলো আপনি দেখলেন আপনার কামাই করা সমস্ত সঞ্চয় ধূলিসাৎ হয় গেছে। ভাবা যায়! সেখানে তো এতো বড় ঘটনার সম্মুখীন হয়ে আবার মরার সুযোগও থাকবে না। যে আপনি জান্নাতের স্বপ্ন দেখতেন সেই আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের কাছে। অবাক লাগছে তাই না? আপনার মতো আমিও অবাক হয়েছিলাম যখন দেখি সূরা কাহাফে আল্লাহ পাক বলছিলেন, "আমি কি তোমাদের এমন লোকের কথা জানান দিবো না,যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এরা হচ্ছে সেসব লোক যাদের দুনিয়ার জীবনে সকল আমল ব্যর্থ হচ্ছে। অথচ তারা ভাবছে তারা তো ভালো কাজই করছে।"[সূরা কাহফ-১০৩;১০৪] হয়তো ভাবছেন আরে বাবাহ নামাজ তো পড়ছি, রোযা রাখছি পর্দা যতটা সম্ভব করছি..কিন্তু দেখা যাবে আড়ালে একান্তে ঠিকই পাপে জড়িয়ে যাচ্ছি গীবত, ব্যভিচারে জড়াচ্ছেন কিংবা ইবাদত করছেন লোক দেখিয়ে। তাহলে জানেন কি আপনার অবস্থা হবে সে সব নারীর ন্যায় যার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, "আর তোমরা সে নারীর মতো হয়ে যেও না, যে নিজেই পরিশ্রম করে সূতা পাকিয়েছে এবং পরে নিজেই সেগুলো টুকরো টুকরো করে ফেলেছে"[সূরা নাহল-৯২] অর্থাৎ আপনার আমল হবে মরুভূমিতে দেখা মরীচিকা মতো। তৃষ্ণার্ন্ত ব্যক্তি যাকে পানি তো মনে করে কিন্তু আসলে তা শূন্য ব্যতীত কিছু নয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস ওয়াস সালাম বলেছেন, "তোমরা কি জানো কপর্দকহীন অসহায় দরিদ্র কে? আমরা বললাম: আমাদের মধ্যে যার কোনো সম্পদ নেই। তিনি বললেন: সত্যিকারের কপর্দকহীন দরিদ্র আমার উম্মতের সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম নিয়ে হাজির হবে কিন্তু তার নেককর্ম ধুলিসাৎ হয়ে যাবে। কারণ তারা গোপনে আল্লাহর হারামকৃত পাপে লিপ্ত হতো"[সুনানে ইবনে মাজহা-৪২৪৫] দিনের বেলা নেক কাজ করে আঁধারে গোপন পাপে লিপ্ত হয়েও যদি নিজেকে জান্নাতি ভাবা শুরু করেন তবে বলবো জান্নাতে যাওয়া এতো সহজ নয়। পরিশেষে বলবো, নিজ হাতে নিজে জান্নাতে যাওয়ার চাবির সকল ঘাট সচল রাখছেন নাকি চাবির মাথাকে নিজেই ভেঙে ফেলছেন ভেবে দেখুন?




পোস্ট টি লিখেছেন ঃ

Name: Engineer Ripon Miah

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ