কার্শফের ১ম ও কার্শফের ২য় সূত্র ... ...
কার্শফের ১ম সূত্র ঃঃ
কোন বৈদ্যুতিক বর্তনীর যে কোন জাংশনে তড়িৎ প্রবাহের মাত্রাসমূহের বীজগাণিতিকযোগফল শূন্য। একে জাংশন বা কারেন্ট উপপাদ্য বলা হয়।
ব্যাখ্যাঃ
যেহেতু বর্তনীর কোন বিন্দুতে তড়িৎ আধান সঞ্চিত হয় না, কাজেই যে কোন সংযোগ
বিন্দুতে আগত মোট প্রবাহ ঐ বিন্দু থেকে নির্গত মোট প্রবাহের সমান হবে।
চিত্রে
সংযোগ বিন্দু O তে I1 ও I3 প্রবাহ প্রবেশ করছে এবং ঐ বিন্দু থেকে
I2,I4,I5. নির্গত হচ্ছে।
এখন আগত প্রবাহগুলোকে ধনাত্মক এবং নির্গত প্রবাহগুলোকে ঋণাত্মক ধরলে কার্শফের
সূত্রানুসারে পাইঃ
আবার E1R1R3E1 বদ্ধ বর্তনীতে কার্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই -
অনুরুপভাবে E2R2R3E2 বদ্ধ বর্তনীতে
উপরোক্ত সমীকরণগুলোকে লেখা যায়
I2,I4,I5. নির্গত হচ্ছে।
এখন আগত প্রবাহগুলোকে ধনাত্মক এবং নির্গত প্রবাহগুলোকে ঋণাত্মক ধরলে কার্শফের
সূত্রানুসারে পাইঃ
I1+I3-I2-I4-I5=0
আগত প্রবাহকে ঋণাত্মক ও নির্গত প্রবাহকে ধণাত্মক ধরলে একই ফল পাওয়া যায়।
বাহু ও শাখাগুলোর প্রবাহ ও রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টির সমান।
গাণিতিক ভাবে-
I1+I3=I2+I4+I5
আগত প্রবাহকে ঋণাত্মক ও নির্গত প্রবাহকে ধণাত্মক ধরলে একই ফল পাওয়া যায়।
কার্শফের ২য় সূত্র ঃঃ
কোন বদ্ধ বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎ চালক শক্তির বীজগাণিতিক সমষ্টি বর্তনীরবাহু ও শাখাগুলোর প্রবাহ ও রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টির সমান।
গাণিতিক ভাবে-
এবং R1,
R2, R3
মানের তিনটি রোধ যুক্ত আছে। বর্তনীর প্রবাহ মাত্রা তীর চিহ্ন
দ্বারা দেখানো হলো।কার্শফের সূত্র প্রয়োগের জন্য বর্তনীকে যে কোন দিকে
পর্যবেক্ষণ করা যায়।পর্যবেক্ষণের দিকের প্রবাহকে ধনাত্মক বিবেচনা করলে বিপরীত
মুখী প্রবাহকে ঋণাত্মক বিবেচনা করতে হয়।
চিত্রে
দ্বারা দেখানো হলো।কার্শফের সূত্র প্রয়োগের জন্য বর্তনীকে যে কোন দিকে
পর্যবেক্ষণ করা যায়।পর্যবেক্ষণের দিকের প্রবাহকে ধনাত্মক বিবেচনা করলে বিপরীত
মুখী প্রবাহকে ঋণাত্মক বিবেচনা করতে হয়।
চিত্রে
E1R1R2E2E1 বদ্ধ বর্তনীতে কার্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই -
E1
- E2 = I1R1-I2R2
--------------------------------------①
আবার E1R1R3E1 বদ্ধ বর্তনীতে কার্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই -
E1=I1R1+I3R3
----------------------------------------②
অনুরুপভাবে E2R2R3E2 বদ্ধ বর্তনীতে
E2=I2R2+I3R3 --------------------------------③
উপরোক্ত সমীকরণগুলোকে লেখা যায়
∑ E=∑IR
0 মন্তব্যসমূহ