সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে প্রাক-আর্য বা অনার্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী এই দুই ভাগে ভাগ করা যায়। আর্যদের পূর্বে বাংলায় যেসব জনগোষ্ঠী ছিল তারা নেগ্রিটো,অস্ট্রিক,দ্রাবিড় ও ভোটচীনীয় এই চার শাখায় বিভক্ত ছিল।বাংলায় প্রথম নিগ্রোদের মত দেখতে জাতি বাস করত।ইন্দোচীন থেকে বাংলায় এসে ৫০০০ বছর পূর্বে নেগ্রিটোদের উৎখাত করে অস্ট্রিক জাতি।অস্ট্রিক জাতিকে 'নিষাদ জাতি'ও বলা হয়। মনে করা হয় বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে।
অস্ট্রিক জাতির সমসাময়িক সময়ে দ্রাবিড় জাতি বাংলায় আসে।দ্রাবিড় জাতির উত্থানে বিলীন হয়ে যায় অস্ট্রিক জাতির অস্তিত্ব। অস্ট্রিক-দ্রাবিড় জাতির এই প্রবাহের সাথে মঙ্গোলীয় বা ভোটচীনীয় জাতির মিশ্রণ ঘটে।তবে বাঙালি রক্তে মঙ্গোলীয়দের মিশ্রণ উল্লেখযোগ্য নয়।অস্ট্রিক-দ্রাবিড় জাতির সাথে ব্যবসা -বাণিজ্যের সুবাদে আর্য জাতির(আরবি,তুর্কি,মুঘল,আফগান, ইরানি) সংমিশ্রণে গড়ে ওঠে বাঙালি জাতি।
আর্যদের পূর্বপুরুষদের বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমান মধ্য এশিয়া-ইরানে।খ্রিষ্ট্রীয় অষ্টম শতাব্দীতে সেমীয় গোত্রের আরবীয়রা ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন। এছাড়া ব্যবসা-বাণিজ্যের কারণে বাঙালি জাতির সাথে তাদের মিশ্রণ ঘটে।এভাবে বিভিন্ন জাতির সংমিশ্রণ, গ্রহণ বর্জনের মধ্য দিয়ে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছে।
by - রেজওয়ানা আক্তার রিক্তা
2 মন্তব্যসমূহ
ভালো
উত্তরমুছুনভালো
উত্তরমুছুন