Subscribe Us

Header Ads

MIRAN'S IT তে আপনাকে স্বাগতম।

পড়াশোনা বিশিষ্ট্য বিভিন্ন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।

পােলারায়ন কাকে বলে ?

 পােলারায়ন : আয়নিক বন্ধন গঠনের সময় যখন ধনাত্মক চার্জযুক্ত ধাতব আয়ন ঋণাত্মক চার্জযুক্ত অধাতব আয়নের কাছাকাছি আসে তখন ধাতব আয়নের নিউক্লিয়াসের আকর্ষণের ফলে অধাতব আয়নের ইলেকট্রন মেঘ ধাতব আয়নের দিকে বেঁকে আসে। আবার ঋণাত্মক আয়নের নিউক্লিয়াস এবং ধনাত্মক আয়নের নিউক্লিয়াসের বিকর্ষণের ফলে আয়ন দুটি একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। ধাতব আয়নের নিউক্লিয়াসের আকর্ষণে ঋণাত্মক আয়নের ইলেকট্রন মেঘের এরূপ বিকৃত হওয়াকে পােলারায়ন বলে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ